বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে বারভিডা প্রতিনিধিদল এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সাথে রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় মিলিত হন।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ১, মোঃ আসলাম সেরনিয়াবাত এবং বারভিডার ট্যাক্স, ট্যারিফ, ভ্যাট ও পলিসি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, মাহবুবুল হক চৌধুরী বাবর সভায় অংশ নেন।
বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভূক্তির জন্য বারভিডার প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন। তিনি প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ইলেকট্রিক গাড়ি এবং হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাসের অনুরোধ জানান। এছাড়াও তিনি গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের শুল্ক হ্রাসের প্রস্তাব দেন।
এনবিআর চেয়ারম্যান বারভিডার প্রস্তাবসমূহ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যথাযথ যাচাই-বাছাইপূর্বক ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি ও মাইক্রোবাসের শুল্ক-কর কাঠামো পুনর্বিন্যাসের আশ্বাস দেন।
বারভিডার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলামও সভায় বক্তব্য রাখেন।