শুধু তাই নয়, বিভিন্ন লঙ্কান সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ভাবছেন শ্রীলঙ্কার এ সাবেক অধিনায়ক।
অ্যাঞ্জেলো ম্যাথিউজসহ দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে করা সাম্প্রতিক সময়ের নানান আচরণে হতাশ হয়ে মূলত এ সিদ্ধান্তের কথা ভাবছেন তিনি। চলতি বছরের শুরুতে ওয়ানডে দল থেকে বাদ দেয়ার পরও হতাশা প্রকাশ করেছিলেন ম্যাথিউজ।
বোর্ডের পক্ষ থেকে ভারত সিরিজ থেকে ম্যাথুজের নাম তুলে নেয়ার পেছনে ব্যক্তিগত কারণের কথা বলা হলেও, ভেতরের খবর হলো লঙ্কান ক্রিকেটের বর্তমান পরিবেশ খেলার জন্য উপযুক্ত মনে করছেন না ম্যাথিউজ।
এছাড়াও নতুন কেন্দ্রীয় চুক্তিতে ম্যাথিউজকে মাত্র ৫০ হাজার ডলার পারিশ্রমিকের প্রস্তাব দেয়া হয়েছে। যা কি না তার সবশেষ চুক্তির পারিশ্রমিকের চেয়ে অনেক কম। অথচ গত কয়েক বছরে তিন ফরম্যাটেই রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি।
আপনার মন্তব্যটি লিখুন